ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) এবং মাস্টারকার্ড যৌথভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিশেষভাবে তৈরি এসএমই বিজনেস ডেবিট কার্ড চালু করেছে। উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনাকে সহজতর ও ডিজিটাল রূপ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের এসএমই গ্রাহকরা দেশ-বিদেশে সহজে লেনদেন করতে পারবেন। পাশাপাশি মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত হয়ে পাবেন বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা, ডিজিটাল পেমেন্ট সুবিধা, ছাড় ও অফার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা ও পরিচালক, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট মো. শরাফাত উল্লাহ খান।
এসএমই ডেবিট কার্ডটিতে রয়েছে ক্ষুদ্র ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক নানা সুবিধা। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এই কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন। পাশাপাশি আইবিবিপিএলসি ও মাস্টারকার্ডের ৯,৫০০-এরও বেশি দেশীয় মার্চেন্ট আউটলেটে পাওয়া যাবে বিশেষ ছাড় ও ক্রস-বর্ডার অফার।
এছাড়া, এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা সহজে ‘ট্যাপ অ্যান্ড গো’ পেমেন্ট, অনলাইন কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক খরচের জন্য এটিএম থেকে বাড়তি ক্যাশ উত্তোলনের সুবিধা পাবেন। দেশব্যাপী ৬৪ জেলায় অবস্থিত ৩,১০০-এরও অধিক এটিএম থেকে অর্থ উত্তোলন ছাড়াও ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট পয়েন্ট থেকেও নগদ উত্তোলন করা যাবে।
ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খাঁন বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এসএমই খাতের অবদান অপরিসীম। এই নতুন কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা আরও সহজে ও নিরাপদে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনে অংশ নিতে পারবেন।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “ইসলামী ব্যাংকের সঙ্গে অংশীদার হয়ে আমরা এসএমই খাতের জন্য কার্যকর ও বৈশ্বিক মানের পেমেন্ট সলিউশন দিতে পেরে গর্বিত। এটি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।”
বিডি প্রতিদিন/মুসা