এবার তিন ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যে পৌঁছানো চতুর্থ কোম্পানি হল মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সার্চ জায়ান্টটির শেয়ার চার শতাংশের বেশি বেড়ে যায়, যা কোম্পানিটিকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে যেখানে আগে কেবল এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপল ছিল বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
সেপ্টেম্বরের শুরুতে একজন বিচারকের দেওয়া অ্যান্টিট্রাস্ট রায়ে জয় পাওয়ায় অ্যালফাবেটের শেয়ার দামে বড় উত্থান ঘটে। এ মামলায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চেয়েছিল গুগল যেন নিজেদের ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের এক ডিস্ট্রিক্ট আদালত রায় দিয়েছিল, সার্চ ও এ সংশ্লিষ্ট বিজ্ঞাপন খাতে অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা ব্যবহার করেছে গুগল। তবে সাম্প্রতিক রায়ে কোম্পানিটির ওপর শাস্তি বিনিয়োগকারীদের শঙ্কার চেয়ে হালকা হওয়ায় শেয়ারদামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রস্তাবিত সবচেয়ে কঠোর শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক অমিত মেহতা। ফলে অ্যালফাবেটের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। কোম্পানিটির এমন বড় উত্থানের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অ্যালফাবেটকে অভিনন্দন জানিয়ে এটিকে কোম্পানিটির জন্য ‘খুব ভালো একটি দিন’ বলেও মন্তব্য করেছেন।
তিন ট্রিলিয়ন ডলারের এই মাইলফলক এল গুগলের শেয়ার বাজারে আসার প্রায় ২০ বছর পর এবং অ্যালফাবেটকে হোল্ডিং কোম্পানি হিসেবে গঠনের ১০ বছর পর, যেখানে অ্যালফাবেটের প্রধান সহযোগী কোম্পানি হিসেবে রয়েছে গুগলই।
২০১৯ সালে অ্যালফাবেটের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের জায়গায় কোম্পানিটিতে সিইও হিসেবে নিয়োগ পান সুন্দার পিচাই। তার সাম্প্রতিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উত্থানের ফলে তৈরি হওয়া নতুন প্রতিযোগিতা।
এ সময় কোম্পানিটিকে একদিকে যেমন এই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কঠোর চাপও ঠেকাতে হয়েছে। পারপ্লেক্সিটি এবং ওপেনএআইয়ের উত্থান শেষ পর্যন্ত গুগলের জন্য সাম্প্রতিক অ্যান্টিট্রাস্ট মামলার রায় পেতে সহায়তা করেছে।
এদিকে, এআই দুনিয়ায় বড় ভূমিকা নেওয়ার যে আশা গুগল করছে তার বড় অংশই নির্ভর করছে জেমিনাইয়ের ওপর, যা গুগলের প্রধান বিভিন্ন এআই মডেলের পূর্ণাঙ্গ এক সংকলন।
তথ্য সূত্র- সিএনবিসি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ