রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। বুধবার (৫ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপি
সকাল ১০টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকেবন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টায় ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলির পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি মাজার রোড থেকে শুরু হয়ে শাহআলী মাজার হয়ে সনি সিনেমা হলের পশ্চিম পাশ দিয়ে চিড়িয়াখানা রোড হয়ে কমার্স কলেজের সামনে দিয়ে ডানে মোড় নিয়ে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
গণসংহতি আন্দোলন
রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের এক দশক পূর্তিতে কর্মসূচি ঘোষণা, নতুন কমিটির পরিচিতি ও সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে হাতিরপুলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন করবে গণসংহতি আন্দোলন।
এনসিপি
সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারে জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নিসআ
পরিবহন খাত হতে আওয়ামী মাফিয়া এনায়েতুল্লাকে উৎখাতের দাবিতে সকাল ১০টায় সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোরটার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করবে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।
আন্দোলন বাস্তবায়ন কমিটি
দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এক জরুরি সংবাদ সম্মেলন করবে আন্দোলন বাস্তবায়ন কমিটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ