ব্যবহারকারীদের নিরাপত্তায় কয়েকটি ফিচারের নতুন আপডেট নিয়ে এসেছে টিকটক। এর লক্ষ্য কিশোর-কিশোরীদের সুরক্ষা, পরিবারের জন্য সঠিক নির্দেশনা ও ক্রিয়েটরদের সহায়তা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বিরত রাখতে ও কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পঞ্চাশটিরও বেশি সুরক্ষা ব্যবস্থা আনা হয়েছে। এর মাধ্যমে ডিফল্ট স্ক্রিন টাইম লিমিট এবং সরাসরি মেসেজ পাঠানো সীমিত করা যাবে।
টিকটকে সন্তানদের কার্যকলাপ সম্পর্কে অভিভাবকদের জানাতে টিকটকের ফ্যামিলি পেয়ারিং ফিচারটি আপডেট করা হয়েছে। কিশোর-কিশোরীরা কোনো কনটেন্ট শেয়ার করলে অভিভাবকরা স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাবেন। তারা সন্তানদের প্রাইভেসি সেটিংসও দেখতে পারবেন। ম্যানেজ টপিক্স ফিচারের মাধ্যমে ফিডের কনটেন্ট নির্ধারণ করে দিতে পারবেন।
নতুন ‘ওয়েল-বিয়িং মিশনস’ ফিচার ইন্টারঅ্যাকটিভ চ্যালেঞ্জ সম্পন্ন করার মাধ্যমে সুস্থ ডিজিটাল অভ্যাস গড়তে উৎসাহিত করবে। এছাড়া অনলাইনে সময়সীমা নির্ধারণে এবং সুস্থতা বজায় রেখে টিকটকে যুক্ত থাকা যাবে।
ক্রিয়েটর কেয়ার মোডের মাধ্যমে এক ক্লিকেই কমেন্ট ফিল্টার করা যাবে। কমিউনিটি গাইডলাইনস মেনে চলতে রয়েছে ‘কনটেন্ট চেক লাইট’ ফিচার। যার মাধ্যমে পোস্ট করার আগে ভিডিও যাচাই করা যাবে। এছাড়া, সহজে ও দ্রুত উত্তর দেয়ার সুবিধার জন্য চালু হয়েছে ‘ক্রিয়েটর ইনবক্স’ ফিচার।