প্রয়াত লালনসম্রাজ্ঞী কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম জীবনসঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। দীর্ঘ অসুস্থতার পর গত শনিবার না ফেরার দেশে চলে গেলেন ফরিদা পারভীন। গাজী আবদুল হাকিম বলেন, ‘তার স্মৃতি নিয়ে বাকি জীবনটুকু বেঁচে থাকতে হবে। কিন্তু এই বেঁচে থাকা অনেক কষ্টের। আমরা যুগলবন্দি ছিলাম। আমার বাঁশি আর ফরিদা পারভীনের গান যেভাবে ক্লিক করেছে, সেটা আর কোথাও হয়নি। আমি জানি না আমার বাঁশির সুরের কী হবে। হয় আমাকে ছেড়ে দিতে হবে, না হলে আরও বেশি করে বাজাতে হবে, যাতে ওপারে সে তৃপ্তি পায় যে আমার হাকিম তো বাঁশিটা বাজাচ্ছে।’ গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীনের মতো শিল্পী শতবর্ষে একবার আসে। তার চলে যাওয়ার ক্ষতিপূরণ কীভাবে হবে, আমি জানি না। কারও জন্য তো কোনো কিছু আটকে থাকে না। এটাও ঠিক ফরিদা পারভীন আর আসবেন না।’