প্রখ্যাত লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের পরপারে পাড়ি দেওয়ায় শোকের সাগরে ভাসছেন তাঁর সতীর্থরা। তাঁরা তাঁর বিশাল কর্মময় জীবনকে স্মরণ করে বুক ভাসিয়েছেন কান্নায়। তাঁদের কথা তুলে ধরেছেন - পান্থ আফজাল
সৈয়দ আবদুল হাদী
বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী বলেন, একুশে পদকপ্রাপ্ত এ গুণী শিল্পী বাংলাদেশের সংগীতজগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে, বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্যনতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
খুরশীদ আলম
বিশিষ্ট কণ্ঠশিল্পী খুরশীদ আলম বলেন, লালন সংগীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জোগাবে।
সাবিনা ইয়াসমিন
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, এ শোক সইবার নয়। গানের জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
কাঙালিনী সুফিয়া
বাউলসম্রাজ্ঞী কাঙালিনী সুফিয়া শোক প্রকাশ করে বলেন, মানুষ তো আল্লাহর নিয়ামত। এক দিন প্রাণ পাখি উড়ে যাবে, মেনে তো নিতেই হবে। তবে তিনি চলে গেলেন, এটা পূরণ হওয়ার নয়। তিনি যেখানেই থাক, ভালো থাকুক। দোয়া করি।
কুদ্দুস বয়াতি
এ শোকে শোকার্ত হয়ে জানান, লালনের অনন্য সাধক তিনি। লালনের গানকে করেছিলেন জীবনসঙ্গী। তিনি আজ সেই সঙ্গকে সঙ্গে করেই পরপারে চলে গেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
শফি মণ্ডল
শফি মণ্ডল শোক প্রকাশ করে জানান, যা হারিয়ে যায় তা ফিরে পাওয়া যায় না। মেনে নিতে হয়। আমরা লালনসম্রাজ্ঞী ফরিদা পারভীনের মতো এমন একজনকে হারিয়েছি, যা অপূরণীয়। তাঁর আত্মার শান্তিতে থাকুক। দোয়া রইল।
ফাহমিদা নবী
তাঁর সঙ্গে যতবারই কাজ হয়েছে, দেখা হয়েছে, তাঁকে ভীষণ অনুভূতিপ্রবণ একজন একাকী মানুষ মনে হয়েছে। অন্তর্মুখী এ জাত শিল্পীকে শ্রদ্ধা জানাই। তাঁর মোহিত কণ্ঠের সুরে সুরে তিনি রেখে গেছেন অগণিত ভক্ত শ্রোতাদের। গানের মাঝে বেঁচে থাকবেন চিরকাল দর্শক-শ্রোতার অন্তরে। তাঁর রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
ফেরদৌস ওয়াহিদ
চলে গেলেন ফরিদা পারভীন। যতদিন বাংলাদেশের মানুষ গান শুনবে ততদিন ফরিদা পারভীন মানুষের মাঝে হীরার টুকরোর মতো জ্বলজ্বল করবে।
কনকচাঁপা
আমাদের লালনসংগীতের কিংবদন্তি শিল্পী সাধক ফরিদা পারভীন আপা চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।
আঁখি আলমগীর
এভাবেই একে একে চলে যাবেন সবাই, চলে যাব আমরাও। শ্রদ্ধা জানাই এবং দোয়া গুণী শিল্পী ফরিদা পারভীনকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিউটি
আমাদের লালনগীতির সম্রাজ্ঞী, কিংবদন্তি শিল্পী, সাধক শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে হারানো এক অপূরণীয় ক্ষতি। ওপারে ভালো থাকবেন হে কিংবদন্তি। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।’
সালমা
চলে গেলেন আরেক কিংবদন্তি, আমাদের ফরিদা পারভীন। আল্লাহ তাঁর মাগফেরাত দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
অদিতি মোহসিন
চলে গেলেন ফরিদা আপা। অনন্তযাত্রা শান্তির হোক। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।