নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম মঞ্চায়ন এবং ১৮ বছর পূর্তি, যেখানে একসঙ্গে মঞ্চে আসছে বিশ্ববরেণ্য রুশ নাট্যকার আন্তন চেখভের তিনটি নাটক। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই বিশেষ প্রদর্শনীতে দর্শকরা এক টিকিটে উপভোগ করবেন নাটক ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। প্রযোজনা তিনটির নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত। ‘শরতের মেঘ’, চেখভের দ্য বিয়ার অবলম্বনে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মঞ্চে জীবন্ত হবে। অভিনয় করছেন সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ। ‘আরশোলা’, টেনেসি উইলিয়ামের দ্য লেডি অব লার্কস্পুর লোশন অবলম্বনে অনুবাদ করেছেন নিরূপ মিত্র। সংগ্রামী গল্পকার ও নাট্যকার চেখভের কাহিনি উঠে এসেছে মঞ্চে। অভিনয় করছেন ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা ও আশিউল ইসলাম। ‘নানা রঙের দিন’, চেখভের সোয়ান সং অবলম্বনে রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। একজন শিল্পীর আত্মসংগ্রাম ও সামাজিক মূল্যায়নের গল্প ফুটে উঠবে। অভিনয় করছেন গাজী রাকায়েত ও গৌতম রায়। চারুনীড়ম’র ১০০তম মঞ্চায়ন শুধু একটি নাটক নয়, বরং তাদের ১৮ বছরের পথচলার সৃজনশীলতার উদযাপন।