যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লি মোড় থেকে তাকে আটক করা হয়।
পরে তার কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইডি প্লট এলাকার সাইজউদ্দিনের ছেলে।
যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি টহল টিম যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার কোমর থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিল তিনি।
বিজিবি অধিনায়ক জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে এবং আটক আবু বকর সিদ্দিককে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ