কিশোর বয়সীদের মধ্যে জনপ্রিয় সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাট এর ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া দুইটি ফিচার চালু করেছে।
প্রথম ফিচারটির নাম ‘ইনফিনিট রিটেনশন’। এর মাধ্যমে চ্যাটিং থ্রেড আর হঠাৎ উধাও হয়ে যাবে না। ব্যবহারকারী চাইলে চ্যাট হিস্ট্রি অনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিতে পারবেন ঠিক অন্য মেসেজিং অ্যাপগুলোর মতো।
আগে যদিও আলাদা করে ট্যাপ করে মেসেজ সেইভ করা যেত, এবার থেকে প্রতিটি কনভারসেশনের জন্য সহজেই সেটিং চালু বা বন্ধ করা যাবে। তবে যে মুহূর্তে এই ফিচার চালু করা হবে অপর পক্ষ একটি নোটিফিকেশন পেয়ে যাবে এবং চাইলে সেটি বন্ধও করতে পারবে। ফলে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে চ্যাট সেইভ করে রাখা যাবে আবার সাধারণ পরিচিতদের সঙ্গে আগের মতোই ‘অটো-ডিলিটেড’ চ্যাট ব্যবহার করা যাবে।
এর পাশাপাশি স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে ‘গ্রুপ স্ট্রিকস’ নামে আরেকটি মজার ফিচার। আগে যেখানে আলাদা আলাদা বন্ধুর সঙ্গে দৈনিক ছবি বা ভিডিও পাঠিয়েই স্ট্রিকস চালু রাখতে হতো, এখন একটি গ্রুপে একাধিক বন্ধু একসঙ্গে স্ট্রিক রাখতে পারবে।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এতে স্ট্রিকস চালিয়ে যাওয়া আরও সহজ হবে। এমনকি কোনো কারণে গ্রুপ স্ট্রিক ভেঙে গেলেও এক সপ্তাহের মধ্যে সেটি আবার উদ্ধার করার সুযোগ থাকবে। স্ন্যাপচ্যাট বলছে, এই ফিচারগুলো গত বছর থেকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল এবং ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতেই এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ