অ্যাপলের সেপ্টেম্বর ২০২৫ ইভেন্ট-এ ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। শুধু নতুন আইফোনই নয়, ইভেন্টে উন্মোচিত হয়েছে আপডেটেড অ্যাপল ওয়াচ, এয়ারপডস, এবং Final Cut Camera 2.0 অ্যাপের নতুন সংস্করণ।
আইফোন ১৭ সিরিজ
অ্যাপল এবার চারটি মডেল এনেছে: আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স।
আইফোন ১৭ এ রয়েছে নতুন সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা, বড় ৬.৩ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, ProMotion (১২০ হার্জ পর্যন্ত), উন্নত Ceramic Shield 2 যা তিনগুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী, এবং শক্তিশালী A19 চিপ। স্টোরেজ অপশন: ২৫৬ জিবি ও ৫১২ জিবি।
আইফোন ১৭ এয়ার—অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন, মাত্র ৫.৬ মিমি। এতে রয়েছে গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম, সামনের ও পিছনের দিকে সিরামিক শিল্ড, A19 Pro, N1 ও C1X চিপ, ৬.৫ ইঞ্চি প্রোমোশন ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ও ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্টোরেজ অপশন: ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট।
আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স—অ্যালুমিনিয়ামের একক গঠন (unibody) ডিজাইন, বিল্ট-ইন ভেপার চেম্বার যা ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির স্থায়িত্ব বাড়াবে। তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউশন রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে ৮ গুণ অপটিক্যাল জুম টেলিফটো। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ। এছাড়া ProRes RAW, Apple Log 2 ও Genlock সমর্থন, যা প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য আদর্শ। ডিসপ্লে: ৬.৩ ও ৬.৯ ইঞ্চি, Always-On, ৩০০০ নিট ব্রাইটনেস, Ceramic Shield 2, এবং পিছনের গ্লাস চারগুণ বেশি শক্তিশালী।
প্রো ও প্রো ম্যাক্স মডেল পাওয়া যাবে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইটে, আর প্রো ম্যাক্সে থাকবে ২ টেরাবাইট অপশনও।
মূল্য:
- আইফোন ১৭: $৭৯৯
- আইফোন ১৭ এয়ার: $৯৯৯
- আইফোন ১৭ প্রো: $১,০৯৯
- আইফোন ১৭ প্রো ম্যাক্স: $১,১৯৯
- (প্রি-অর্ডার শুরু ১২ সেপ্টেম্বর, বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর)।
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩
অ্যাপলের সবচেয়ে উন্নত ঘড়ি হিসেবে আসছে Apple Watch Ultra 3। এতে স্যাটেলাইট কানেক্টিভিটি, অফ-গ্রিড মেসেজিং, ইমার্জেন্সি SOS ও লোকেশন শেয়ারিং সুবিধা থাকছে। ব্যাটারি ৪২ ঘণ্টা (লো পাওয়ার মোডে ৭২ ঘণ্টা পর্যন্ত)। আরও থাকছে ৫জি কানেক্টিভিটি, হাই ব্লাড প্রেসার অ্যালার্ট ও স্লিপ-কোয়ালিটি স্কোর। Workout Buddy এসেছে Apple Intelligence দ্বারা চালিত।
মূল্য: $৭৯৯ (বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর)।
এয়ারপডস প্রো ৩
AirPods Pro 3-এ আগের চেয়ে দ্বিগুণ নয়েজ ক্যানসেলেশন, ফোম-ইনফিউজড টিপস (৫ সাইজে), IP57 রেটিং, ব্যায়াম চলাকালীন হার্ট রেট মনিটরিং (৫০+ ব্যায়াম ধরন সমর্থিত)। বড় চমক হলো Live Translation, যেখানে হাতে ছাড়াই কথোপকথনের লাইভ অনুবাদ শোনা যাবে।
মূল্য: $২৪৯ (বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর)।
অ্যাপল ওয়াচ SE 3
মিড-রেঞ্জ ডিভাইস Apple Watch SE 3-এ যুক্ত হয়েছে নতুন স্বাস্থ্য ফিচার: স্লিপ-স্কোর ইনসাইট, রেট্রোস্পেকটিভ ওভ্যুলেশন অনুমান, স্লিপ অ্যাপনিয়া নোটিফিকেশন, রিস্ট-টেম্পারেচার সেন্সিং। এছাড়া প্রথমবার Always-On ডিসপ্লে ও দ্রুত চার্জিং সুবিধা যুক্ত হয়েছে।
মূল্য: $২৪৯ (বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর)।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১
Apple Watch Series 11-এ হাইপারটেনশন নোটিফিকেশন, স্লিপ-স্কোর, ২৪ ঘণ্টা ব্যাটারি, ৫জি কানেক্টিভিটি, ফাস্ট চার্জিং (১৫ মিনিটে ৮ ঘণ্টা ব্যাকআপ) সুবিধা যুক্ত হয়েছে।
মূল্য: $৩৯৯ (বাজারে আসবে ১৯ সেপ্টেম্বর)।
Final Cut Camera 2.0
Final Cut Camera অ্যাপ-এর নতুন সংস্করণে যুক্ত হয়েছে ProRes RAW, Genlock, Open Gate রেকর্ডিং, Apple Log 2, Timecode। এছাড়া Live Multicam সাপোর্টের মাধ্যমে iPad-এ Final Cut Pro-র সঙ্গে সহজে কাজ করা যাবে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        