প্রযুক্তি দুনিয়ায় আবারও আলোড়ন ফেলে দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নতুন আইফোন ১৭। আর এই উন্মাদনার সবচেয়ে বড় ঢেউ লেগেছে চীনের বাজারে। আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হওয়ার পর থেকেই সেখানে বাঁধভাঙা ভিড়। চীনা অ্যাপল স্টোরের সামনে দীর্ঘ লাইনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হুলস্থুল শুরু হয়।
রেকর্ড ভাঙা প্রি-অর্ডার
চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম জেডি ডট কমের তথ্য অনুযায়ী, আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার গত শুক্রবার (সেপ্টেম্বর ১২) রাতে শুরু হওয়ার মাত্র এক মিনিটের মধ্যেই আইফোন ১৬-এর প্রথম দিনের মোট প্রি-অর্ডার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এতে বোঝা যায়, নতুন আইফোনের প্রতি চীনা গ্রাহকদের আগ্রহ কতটা তুঙ্গে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ২৫৬ জিবি স্টোরেজ-সহ আইফোন ১৭-এর সাধারণ মডেলটি।
তবে এই রেকর্ড-ব্রেকিং বিক্রির ডেটাতে আইফোন ১৭ এয়ার-এর তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। ই-সিম সংক্রান্ত জটিলতায় আপাতত এটি আটকে আছে।
প্রযুক্তিপ্রেমীদের উচ্ছ্বাস
আইফোন ১৭-এর উন্মোচন নিয়ে উন্মাদনা এতটাই তীব্র যে, অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটও সাময়িকভাবে স্লো হয়ে যায়। চাইনিজ মিডিয়া আউটলেট 'দ্য পেপার' জানিয়েছে, হাজার হাজার ক্রেতা একসঙ্গে নতুন ফোন কেনার জন্য ওয়েবসাইটে ভিড় করায় এই সমস্যা দেখা দেয়।
চীন ছাড়াও বেইজিং, ব্যাংকক এবং টোকিওর মতো বড় শহরগুলোতেও অ্যাপল স্টোরের বাইরে একই ধরনের ভিড় দেখা গেছে। এটি কেবল চীনের নয় বরং বিশ্বজুড়ে নতুন আইফোনের প্রতি ক্রেতাদের তীব্র আকর্ষণকেই তুলে ধরছে।
জনপ্রিয়তার কারণ
বিশ্লেষক মিং-চি কুও-এর মতে, আইফোন ১৭ সিরিজের প্রথম উইকএন্ডে প্রি-অর্ডার গত বছরের আইফোন ১৬-কে ছাড়িয়ে গেছে। বিশেষ করে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলটির দাম ১ হাজার ১৯৯ ডলার। উন্নত ফিচারের কারণে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।
এই সাফল্যের পেছনে অন্যতম কারণ হলো আইওএস ২৬ এবং অ্যাপল ইন্টেলিজেন্স-এর মতো নতুন প্রযুক্তির সংযুক্তি। লাইভ ট্রান্সলেশন এবং উন্নত এআই টুলস গ্রাহকদের কাছে এই ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের ইতিবাচক মন্তব্যও আইফোন এয়ারের প্রতি আগ্রহ বাড়িয়েছে।
যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, চীনে আইফোন ১৭-এর দাম কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তবুও অ্যাপল স্টোরের সামনে মানুষের ভিড় দেখে স্পষ্ট বোঝা যায় যে ব্র্যান্ডের প্রতি টান এবং সর্বশেষ প্রযুক্তি ব্যবহারের আকাঙ্ক্ষা দামের বিষয়টিকে ছাপিয়ে গেছে।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল