টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বলা হয়, “প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি–টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিসিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যথাসময়ে নতুন সূচি ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। একমাত্র একটি ম্যাচ মাঠে গড়ালেও, সেটিও সীমিত হয়েছিল মাত্র পাঁচ ওভারে।
প্রথমদিকে আয়োজকরা আবহাওয়ার উন্নতি আশায় কিছু ম্যাচের সূচি পরিবর্তন করে খেলা চালিয়ে নেওয়ার পরিকল্পনা করলেও, আবহাওয়ার অনিশ্চয়তা ও মাঠের ড্রেনেজ সিস্টেম বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সময়ের জন্য নতুন সূচি প্রকাশ করবে বিসিবি। তবে কবে নাগাদ টুর্নামেন্ট মাঠে ফিরতে পারে, সে বিষয়ে এখনই কিছু বলছে না বোর্ড।
বিডি প্রতিদিন/মুসা