রংপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। টুটুল মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এবং চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড় এলাকায় টুটুল ও তার সহযোগীরা ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালান। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি আত্মগোপনে চলে যান। সোমবার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামী রেজাউল কবির টুটুলকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
বিডি প্রতিদিন/হিমেল