এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টিতে টিকে থাকতে হলে আজকের ম্যাচটাই বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই। প্রতিপক্ষ আফগানিস্তান, যারা টি-টোয়েন্টি ক্রিকেটে যে কারও জন্য হুমকি। তবে মাঠের লড়াইয়ে কে এগিয়ে তা নিয়ে চলছে জোর আলোচনা।
এখন পর্যন্ত এই দুই দল টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়েছে ১২ বার। এর মধ্যে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। দুই দলের প্রথম দেখা হয়েছিল ২০১৪ সালে, যেখানে জয় পেয়েছিল টাইগাররা। তবে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে, বাংলাদেশ হেরেছিল মাত্র ৮ রানে।
এশিয়া কাপের মঞ্চে দুই দল এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২২ সালে শারজায় অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল আফগানিস্তান।
তবে সাম্প্রতিক পরিসংখ্যান কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। সর্বশেষ চার লড়াইয়ে দুই দলই পেয়েছে দুটি করে জয়। সমতা থাকলেও চিন্তার জায়গা রয়েছে ভেন্যু নিয়ে। কারণ, আফগানদের বিপক্ষে বাংলাদেশের সবকটি জয়ই এসেছে ঘরের মাঠে। বিপরীতে, আফগানিস্তানের সাতটি জয়ের মধ্যে দুইটি এসেছে অ্যাওয়ে এবং পাঁচটি নিরপেক্ষ ভেন্যুতে।
সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশ এগিয়ে নেই এটা বলাটা কঠিন নয়। তবে এই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগারদের সামনে। পরিসংখ্যান হয়তো আফগানদের দিকে একটু ঝুঁকে আছে, তবে চাপের ম্যাচে অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তাই গড়ে দিতে পারে ব্যবধান।
দর্শকের চোখ এখন মাঠের দিকে। আজ হার মানেই বিদায়, আর জয় মানেই টিকে থাকা।
বিডি প্রতিদিন/মুসা