কুড়িগ্রামে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম-টু-রংপুর মহাসড়কে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে শব্দদূষণের দায়ে ২টি বাস ও ২টি ট্রাকের চালককে পৃথকভাবে মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া পাথরবাহী ট্রাক উন্মুক্ত অবস্থায় পরিবহনের অপরাধে চালক থেকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুসারে সতর্কতামূলক ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল