'শিক্ষায় চাপ নয়, সৃজনশীলতাই মুখ্য' এই মূলমন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা ক্যাম্পাস। সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রতিষ্ঠানটি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বারিধারা ক্যাম্পাসের ১৯৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাকি ৫৯ জনের মধ্যে ৫৭ জন পেয়েছে ‘এ’ গ্রেড এবং ২ জন পেয়েছে ‘এ-মাইনাস’। এ ছাড়া এ বছর এসএসসি বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
এই সাফল্য প্রসঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এয়ার কমডোর (অব.) কাজী আব্দুল মঈন বলেন, “আমরা শিক্ষার্থীদের মুখস্থবিদ্যায় নয়, বাস্তবতার নিরিখে চাপমুক্ত ও নান্দনিক শিক্ষার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের লক্ষ্য হচ্ছে আত্মবিশ্বাসী, মানবিক ও সৃজনশীল আদর্শ মানুষ তৈরি করা।”
শুধু ২০২৫ সালই নয়, গত বছরগুলোতেও সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। উচ্চমাধ্যমিকে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ১০০ জন পেয়েছে জিপিএ-৫, বাকিরাও পেয়েছে ৪.৫০ এর ওপরে। বিজ্ঞান বিভাগের ৩৬ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে। ইংরেজি ভার্সনের বিজ্ঞান বিভাগে ১০৬ জনের মধ্যে ৯৫ জনই সর্বোচ্চ গ্রেড অর্জন করেছে।
বারিধারা ক্যাম্পাসে রয়েছে ৪টি সুরম্য ভবন, চলন্ত সিঁড়ি, লিফট, শক্তিশালী জেনারেটর, আধুনিক ভাষা ও আইসিটি ল্যাব, হাই-স্পিড ইন্টারনেট, আধুনিক লাইব্রেরি, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম। শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশে ‘ব্রেইনস্টর্মিং’ প্রশ্নের মাধ্যমে পাঠদান ও মূল্যায়ন করা হয়। পাঠ্যবইয়ের ডিজিটাল কনটেন্ট তৈরির কাজও চলমান রয়েছে।
বর্তমানে মালিবাগে ৬ বিঘা জমিতে ১০ তলা বিশিষ্ট নতুন ক্যাম্পাস নির্মাণাধীন এবং উত্তরা এলাকায় ৭ বিঘা জমি অধিগৃহীত হয়েছে। পাশাপাশি, বারিধারায় চালু হয়েছে আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম। ক্যামব্রিজ কারিকুলামে পরিচালিত এই মাধ্যমে প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ক্লাস চালু করা হয়েছে, যেখানে প্রথম কোয়ার্টারেই শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন। ভবিষ্যতে এখানে ‘O’ এবং ‘A’ Level চালু করার পরিকল্পনা রয়েছে।
শুধু একাডেমিক নয়, সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সম্প্রতি বারিধারা ক্যাম্পাসের এক শিক্ষার্থী Aloha International Children’s Brain Development প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা