চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদের ধারের দীঘি থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর কেউ নিহত ব্যক্তিকে চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ