হলিউডের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা, অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড আর নেই। ৮৯ বছর বয়সে নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে।
রেডফোর্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের প্রচার সংস্থা রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকের প্রধান নির্বাহী সিন্ডি বার্জার। এক বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন অভিনেতা। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
১৯৩৬ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম নেয়া রবার্ট রেডফোর্ড বেড়ে ওঠেন লস অ্যাঞ্জেলসে। ষাটের দশকে অভিনয় জগতে পা রাখা এই অভিনেতা খুব অল্প সময়েই হয়ে ওঠেন ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের প্রতীক।
১৯৮১ সালে Ordinary People পরিচালনার মাধ্যমে অর্জন করেন তার ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি—সেরা পরিচালক হিসেবে অস্কার। শুধু অভিনেতা বা পরিচালক নয়, তিনি ছিলেন সানড্যান্স ফিল্ম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
রবার্ট রেডফোর্ডের ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় ও সমালোচকপ্রশংসিত চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: বাচ কেসিডি এন্ড দ্য সানড্যান্স কিড, ইনসিডেন্ট প্রপোসাল, দ্য ওয়ে উই ওয়ের, দ্য হোর্স হুইসপার, দ্য স্টিং, আউট অব আফ্রিকা, থ্রি ডেইস অব দ্য কনডোর, দ্য লাস্ট কেসল, স্পাই গেম, আপ ক্লোজ এন্ড পারসোনাল, হাভানা ইত্যাদি।
তার দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। ২০০২ সালে পান সম্মানসূচক অস্কার, ২০১৭ সালে ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ এবং ২০১৯ সালে সম্মানসূচক সিজার অ্যাওয়ার্ড।
এছাড়া, ২০১০ সালে তাকে ফ্রান্সের লেজিওন ডি’অনারে ‘শেভালিয়ার’ উপাধিতে ভূষিত করা হয়। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার হাতে তুলে দেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম।
বিডি প্রতিদিন/মুসা