লালমনিরহাটে তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। এতে তিস্তা তীরবর্তী এলাকার যেসব বাড়ি-ঘরে পানি উঠেছিল তা নেমে যেতে শুরু করেছে। তবে আবার পানি বৃদ্ধির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের বৃষ্টিপাতের ফলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত দু’দিনে প্রায় ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পায়। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে দেখা দেয় বন্যা পরিস্থিতির মতো অবস্থা।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৯টায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে সোমবার সকাল ৯টায় সেই পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
খুনিয়াগাছ ইউনিয়নের আনোয়ারা বেগম বলেন, হঠাৎ পানি বেড়ে গিয়ে অনেক পরিবার পানিবন্দি হয়েছিল। আবার পানি নেমে গেছে, এতে আমরা স্বস্তি পেয়েছি। তবে বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে।
আদিতমারীর গোবর্ধন গ্রামের হোসেন আলী বলেন, গতকাল পানি আঙিনা পর্যন্ত উঠেছিল, সকালে দেখি সব নেমে গেছে। এখন পানি অনেক নিচে, তবে বৃষ্টি থামছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, আগেই জানানো হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। গতকাল তা ওপরে উঠলেও আবার নেমে গেছে। আপাতত উজানে পানি বৃদ্ধি পাচ্ছে না, তবে বৃষ্টিপাত চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল