উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে বেশ ভুগেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে তিনবার পিছিয়ে পড়ে তারা। অবশ্য তিনবারই সমতায় ফিরে শেষপর্যন্ত এক পয়েন্ট নিয়ে ফিরেছে কোচ হ্যান্সি ফ্লিকের দল।
বুধবার রাতে ব্রেয়ডেল স্টেডিয়ামে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সেলোনা। অবশ্য এর দুই মিনিট পরেই বার্সাকে সমতায় ফেরান তোরেস। এরপর ১৭তম মিনিটে এগিয়ে যায় ব্রুগে। এবার গোল করেন ম্যাচের জোড়া গোলদাতা কার্লস ফোর্বস। ৩৮তম মিনিটে সেই গোল পরিশোধ করেন লামিন ইয়ামাল।
৬৩তম মিনিটে ফোর্বসের গোলে ফের ব্যবধান বাড়ায় ব্রুগে। ৭৭ মিনিটে ক্রিস্টোস জলিসের আত্মঘাতী গোলে সেই গোলও পরিশোধ করে বার্সা।
যোগ করা সময়ে ভয়চেক সেজনির ভুলে বার্সার জালে বল জড়িয়েছিল। পোলিস গোলরক্ষক বল নিয়ে কাটাতে গেলে সেটি কেড়ে নিয়ে জালে পাঠায় ব্রুগ। রিভিউ দেখে রেফারি সেজনির ওপর ফাউল ডাকেন।
এ নিয়ে প্রতিযোগিতায় ৪ ম্যাচে এটা বার্সার প্রথম ড্র। ২টি জয়ের বিপরীতে হার একটি। টেবিলে তাদের স্থান ১১ নম্বরে। ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বায়ার্ন মিউনিখ।
অন্য ম্যাচগুলোর মধ্যে ওসিমহেনের হ্যাটট্রিকে আয়াক্সকে ৩-০ গোলে হারিয়েছে গ্যালাতসারে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে নিউক্যাসেল। বেনফিকার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে লেভারকুসেন। এছাড়া, কাইরাতের বিপক্ষে ইন্টার মিলান ২-১ গোলে এবং মার্শেইয়ের বিপক্ষে আটালান্টা জিতেছে ১-০ গোলে।
বিডি প্রতিদিন/কেএ