বসনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তুজলাতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন।
মঙ্গলবার তুজলাতে অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে।
ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধাশ্রমের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। এতে ১১ জনের মৃত্যু ও ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ ঘটনাকে অত্যন্ত ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন ফেডারেশন অব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধানমন্ত্রী নেরমিন নিকশিচ।
এছাড়া, স্থানীয় গণমাধ্যমকে তুজলা ক্যান্টনের প্রধান ইরফান হালিলাগিচ জানান, কর্তৃপক্ষ এখন বৃদ্ধদের থাকার নতুন জায়গা খুঁজছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ভবনের একটি তলায় আগুন জ্বলছে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে ও বাসিন্দাদের উদ্ধার করতে কাজ করছেন।
বসনিয়া-হার্জেগোভিনার তিন সদস্যের রাষ্ট্রপতির পরিষদের চেয়ারম্যান জেলজকো কোমশিচ নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।
রেপাবলিকা সার্পস্কা অঞ্চলের প্রধানমন্ত্রী সাভো মিনিচ বলেন, তুজলার নাগরিকদের সাহায্যে তাদের সরকার সবসময় প্রস্তুত।
এক এক্স পোস্টে তিনি লিখেছেন, আমরা এই দুঃখে শোকাহত এবং সবসময় সাহায্য করতে প্রস্তুত। নিহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অবশ্য ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।
তথ্যসূত্র : ইউরো নিউজ
বিডি প্রতিদিন/কেএ