চাঁদপুর মেডিকেল কলেজে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্ভাবনী প্রদর্শনে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনের ছাদে এ আয়োজন উদ্বোধন হয়। মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন দল ২১টি স্টলে উদ্ভাবনী প্রেজেন্টেশন উপস্থাপন করে। বিষয়গুলো মূল্যায়ন করেন কলেজের শিক্ষক ও সরকারি হাসপাতালের চিকিৎসকরা।
কলেজ উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ আয়োজন করা হয়েছে। মূল্যায়নের পর বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
তিনি আরও বলেন, কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। দ্রুত নিজস্ব ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ