নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আহত জুলাই যোদ্ধা গাজী সালাহউদ্দিনকে পুনর্বাসনের অংশ হিসেবে একটি দোকান উপহার দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল বাজার এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে দোকানটি তার হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনটির নেতারা জানান, জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, এনসিপির নারায়ণগঞ্জ সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল