রাজধানীতে পৃথক ঘটনায় এক নারীসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- চকবাজারে উম্মে কায়েস রিংকি (৩১), বনানীতে আহারার মাসুদ দীপ (৪৫) ও কদমতলীতে মো. ফয়সাল (২৮)।
সোমবার রাতে পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ।
চকবাজার থানার লালবাগ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, উম্মে কায়েস রিংকি (৩১) সোমবার সন্ধ্যায় চকবাজার পোস্তা আরএনডি রোডের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্যানের সাথে শাড়ি ও ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়। সঠিক কারণ জানা যায়নি।
গাজিপুর কাশেমপুর সরদারগঞ্জ ৪নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান সেন্টুে স্ত্রী।
অপরদিকে, একইদিন রাত দেড়টার দিকে বনানী থানাধীন ইউনাইটেড হসপিটালের জরুরি বিভাগ থেকে আহারার মাসুদ দীপ (৪৫) এর মৃতদেহ উদ্ধার করেন ওই থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান।
বনানী এফ-ব্লকের পাঁচ নম্বর রোডের ৯৮ নম্বর বাসায় থাকতেন সাইদুর।
তিনি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে চাকরি করতেন। ২০২৪ সালে চাকরি চলে যায়, এবং স্ত্রী'র সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। আর্থিক সংকট। এসব নিয়ে হতাশা থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ধারণা করছেন পুলিশ।
তার বাবার নাম মাসুদ ফোরকান। তার স্থানীয় বাড়ি মিরপুরের ডিও এইচ এস।
অন্যদিকে, কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রনি চৌধুরী জানান, একইদিন রাতে অত্র থানার মোহাম্মদবাগ বাসায় টয়লেটের গ্রীলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যায় ফয়সাল (২৮)। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
চট্টগ্রাম পাঁচলাইশের ইকবাল হোসেনের ছেলে ফয়সাল। মোহাম্মদবাগে থাকতেন।
বিডি প্রতিদিন/আরাফাত