বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। গণতান্ত্রিক কঙ্গোর কিনশাসা শহর বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৩৭তম। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী আজ সকালে ঢাকায় বাতাসের মানের স্কোর ছিল ৬৪। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘ভালো’ বলা হয়।
আইকিউএয়ারের তালিকায় অনুযায়ী, ১৫৪ স্কোরে শীর্ষে উঠে আসা কিনশাসার বায়ু আজ অস্বাস্থ্যকর। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা। শহরটির বায়ুর মান আজ ১৫২, অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর। ১৩৪ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে সৌদি আরবের রিয়াদ।
এই শহরের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর হচ্ছে ১১০। এ ছাড়া ১০৯ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে পেরুর লিমা। এই দুই শহরের বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিডি প্রতিদিন/এএম