এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নিজেদের সূচনাটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খাদের কিনারায় রয়েছে টাইগাররা। সুপার ফোরে উঠতে হলে আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে লিটন-মুস্তাফিজদের।
ব্যাট হাতে লিটন-তামিম, বোলিংয়ে পেস-স্পিন মিলিয়ে যৌথ আক্রমণই হতে পারে টাইগারদের লড়াইয়ের মূলমন্ত্র। সুপার ফোরে উঠতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
ওপেনিংয়ে গত দুই ম্যাচ ভালো করতে না পারলেও পারভেজ হোসেন ও তানজিদ হাসান আজ আফগানিস্তানের বিপক্ষে ওপেন করার কথা। তিনে নামবেন অধিনায়ক লিটন দাস। চারে হৃদয়ের জায়গায় দলে দেখা যেতে পারে সাইফ হাসানকে।
এ ছাড়া গত ম্যাচে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া শামীম হোসেন ও জাকের আলীর জায়গা অনেকটাই নিশ্চিত। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান। ছন্দে নেই রিশাদ হোসেন। তার জায়গায় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে বিবেচনায় নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কা ম্যাচে বাদ পড়া পেসার তাসকিন আহমেদে দলে ফিরতে পারেন। তিনি ফিরলে বাঁহাতি পেসার শরীফুলের জায়গাতেই ফেরার সম্ভাবনা বেশি। মুস্তাফিজুর রহমানের সঙ্গে আরেক পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/এমআই