নারায়ণগঞ্জে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে কারখানার কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ৬টি শিল্প কারখানার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট ও পিঠালিপুল এলাকায় অবস্থিত এসব কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ফতুল্লার পিঠালিপুলে অবস্থিত শাহ কদম বোর্ড মিলস, বিসমিল্লাহ ওয়াশ, কাঠেরপুল শিবুমার্কেটে অবস্থিত মেসার্স জামিল ডাইং, হাজী মো. আলী ডাইং প্রিন্টিং এন্ড প্রসেসিং মিলস (প্রা. লি.), আর আর ওয়াশিং (পূর্বনাম- হাসান ডাইং) ও বেলী ফুড নামের কারখানার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জালালউদ্দিন বলেন, কারখানা গুলোতে উৎপন্ন তরল বর্জ্য কোন ধরণের পরিশোধন ব্যতিরেকেই কারখানার ড্রেন, খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে নির্গমন করছে। যে কারণে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারি পরিচালক রাসেল মাহমুদ, মোবারক হোসেন, পরিদর্শক টিটু বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং ডিপিডিসি ও তিতাসের টিম।
বিডি প্রতিদিন/জামশেদ