আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে বহুল প্রত্যাশিত ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫’ আন্তর্জাতিক বস্ত্র মেলার। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্যারিস শহরের উপকণ্ঠে অবস্থিত আন্তর্জাতিক Paris Le Bourget Exhibition Centre-এ তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।
‘মেসে ফ্রাঙ্কফুর্ট ফ্রান্স’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মেলাটি বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। এতে বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ১,৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়, পোশাক, অ্যাকসেসরিজ, উন্নত টেক্সটাইল প্রযুক্তি এবং চামড়াজাত পণ্য।
প্রধান প্রদর্শকদের মধ্যে রয়েছে চীন, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকং-এর প্রতিষ্ঠানগুলো। আয়োজকরা আশা করছেন, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ উৎপাদনশীল দেশগুলো থেকেও উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে।
বাংলাদেশ থেকে এবারের মেলায় সরকারি উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) তত্ত্বাবধানে ৬টি এবং বেসরকারি পর্যায়ে ১৩টি—মোট ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
এবারের প্রদর্শনীর মূল আকর্ষণ হচ্ছে ২০২৬-২০২৭ সালের শরৎ-শীতকালীন সংগ্রহের জন্য অনুপ্রেরণামূলক ধারণা, টেকসই ফ্যাশন, এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি নিয়ে বিশেষ আলোচনা ও সেশন। এতে ফ্যাশন সংশ্লিষ্ট উদ্যোক্তা, ডিজাইনার এবং ব্র্যান্ড প্রতিনিধিদের জন্য নতুন দিক নির্দেশনা পাওয়ার সুযোগ রয়েছে।
প্রদর্শনীটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত, যা ইউরোপসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পরিসংখ্যান অনুযায়ী, মেলায় অংশগ্রহণকারী দর্শকদের ৮০ শতাংশের বেশি আসেন ফ্রান্সের বাইরের দেশ থেকে। যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি, তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও ক্রেতারা নিয়মিতভাবে এই মেলায় অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ