কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে অনুষ্ঠিত হলো “স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ” শীর্ষক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফররত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে তিনি প্রবাসে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা।
প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা কীভাবে ভোটার নিবন্ধন করবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসীরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ইতোমধ্যে ‘Postal Ballot BD’ নামে একটি অ্যাপ তৈরির কাজ চলছে বলে জানান তিনি।
মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে প্রবাসীরা এনআইডি সেবা ও ভোটাধিকার নিয়ে প্রশ্ন রাখেন। সিইসি মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং জবাব দেন।
প্রবাসীরা এ সময় কানাডা সফরে এসে তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান এবং কনস্যুলেট কর্তৃপক্ষকেও এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে কনসাল জেনারেল মো. ফারুক হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে কনস্যুলেটের পক্ষ থেকে এনআইডি ও অন্যান্য কনস্যুলার সেবা প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল