কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে মেশিন রিডেবিল পাসপোর্ট, ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ডসহ বিভিন্ন সেবা প্রদান করবে কানাডাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরোন্টো অফিসের একটি দল।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে ৩ দিনের এই সেবা কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন কানাডাস্থ কনস্যুলেট জেনারেল টরোন্টোর কনসাল জেনারেল মো. ফারুক হোসেন। এই দলের অন্যান্য সদস্যরা হলেন- আরাফাত জাহাঙ্গীর রাব্বি, ফিসেহা আব্রাহাম, নাহিদ আক্তার পুনম, ফারহানা ইসলাম এবং মো. আমানুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সাইফুল ইসলাম মিশন এবং বাংলাদেশ কানাডা এসোসিয়েশনের উপদেষ্টা ও সুধীজনেরা।
শুধু ক্যালগেরির প্রবাসী নয়, এই সেবা নিতে কানাডার অন্যান্য প্রভিন্স থেকেও যোগ দিবে প্রবাসী বাংলাদেশিরা।
কানাডার স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরোন্টো অফিসের দলকে স্বাগত জানান বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি।
উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই কনস্যুলার সেবায় প্রায় ছয় শতাধিক লোকের সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ