রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনের আউটপয়েন্টে সান্তাহারগামী থেকে ছেড়ে আসা লালমনিরহাট ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যা শত শত যাত্রীর ভোগান্তি তৈরি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি পীরগাছা স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে বগিগুলো লাইনচ্যুত হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়া করে নামার চেষ্টা করলে অনেকে আহত হন।
লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিপন আলী জানান, দুর্ঘটনায় কবলিত বগিগুলো উদ্ধারে কাজ চলছে। ট্রেনের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট লে ডিভিশন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/হিমেল