সোনামসিজদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করার দাবি জানিয়েছে। মঙ্গলবার দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সভাপতি মো. একরামুল হক বলেন, পেঁয়াজের চাহিদা থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথমে আইপি ইস্যু শুরু করলেও দুইদিনের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। এতে বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছু আমদানিকারক উচ্চ আদালতের আদেশে বিপুল পরিমাণ আইপি পেয়েছেন, যা বাজারে সিন্ডিকেট তৈরি করে দাম নিয়ন্ত্রণের শঙ্কা সৃষ্টি করেছে। তাই সবার জন্য আইপি উন্মুক্ত না হলে প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হবেন।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতি, আব্দুল আওয়ালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল