অবরোধের সপ্তম দিনে মঙ্গলবার ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সকাল ১১টার দিকে ভাঙ্গার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহনের সংখ্যা তুলনামূলক কম। ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।” একই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম। তিনি জানান, মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে দুপুর ১২টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, “আজ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।”
বিডি প্রতিদিন/হিমেল