সিলেট নগরীতে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা সরাতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানোর পর এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, বৈধ সিএনজির সংখ্যা প্রায় ১৯ হাজার হলেও অবৈধ অটোরিকশা তার চেয়ে বেশি। ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর পর থেকে বৈধ লাইসেন্সবিহীন অটোরিকশা জব্দ ও ডাম্পিং করা হবে।
তিনি আরও বলেন, অবৈধ যান সরিয়ে উপজেলায় পাঠানো হবে। কারও জীবিকার ক্ষতি না করে নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ