চট্টগ্রামের মিরসরাইয়ে মাকে রক্ষা করতে গিয়ে বাবার ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহেদের হত্যার প্রধান আসামি নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিহত শাহেদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নুরুজ্জামান ও প্রথম স্ত্রী কামরুজ্জাহানের একমাত্র ছেলে।
গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় নুরুজ্জামান তার স্ত্রীকে মারধর করলে ছেলে শাহেদ মাকে বাঁচাতে এগিয়ে যান। এসময় নুরুজ্জামান ছুরি দিয়ে শাহেদের বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রেফতারের পর মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলায় নুরুজ্জামান ও আরেকজনকে আসামি করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ