চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, বেলা ১১টার দিকে চন্দনাইশের হাসানদণ্ডী পাঠানপোল এলাকায় এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫) ও মো. শরিফ (২৬) নামের তিনজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ৮ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম এলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদের আপন ভাগ্নি। শামিমা আক্তার ফাতেমার ছেলের বউ। তারা দুজন চন্দনাইশের বাসিন্দা। এছাড়া, শরিফ একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
এদিকে, সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় একটি বাস মহাসড়কের কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশের একটি দোকানের মালিক মোহাম্মদ আলী (৩০) বাসের নিচে চাপা পড়ে কাদায় নিমজ্জিত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী কমবেশি আহত হন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তারা সেখান থেকে চলে যান।
বিডি প্রতিদিন/কেএ