সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর। শনিবার (১৪ সেপ্টেম্বর) রিয়াদের আল-আওয়াল পার্কে আল-খলুদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে সৌদি জায়ান্টরা।
পুরো ম্যাচে প্রাণবন্ত খেলা ও এক গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেনেগাল তারকা সাদিও মানে। প্রথমার্ধে দুই দলই গোলশূন্য সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।
ম্যাচের ৫২তম মিনিটে কিংসলি কোমানের চমৎকার ফ্লিক পাস থেকে গোল করে আল-নাসরকে এগিয়ে দেন মানে। আল-খলুদের গোলরক্ষক জুয়ান পাবলো কোজজানিকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিং দেন তিনি।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক আল-নাসর। ৮২তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে দ্বিতীয় গোল এনে দেন স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি পেনাল্টি পায় আল-খলুদ। কিন্তু তাদের ফরোয়ার্ড মিজিয়ান মাওলিদার নেওয়া শট ঠেকিয়ে দেন আল-নাসরের গোলরক্ষক রাগিদ আল নাজ্জার। এর ফলে ক্লিন শিট নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।
টানা দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আল-নাসর। সমান ৬ পয়েন্ট আছে আল-ইত্তিহাদ ও আল-খালিজেরও। তবে গোল পার্থক্যে (+৭) এবং এখনো গোল না খাওয়ার সুবাদে এগিয়ে রয়েছে রোনালদোর দল।
বিডি প্রতিদিন/মুসা