সিলেটে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ৪ জন।
সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এই চারজনসহ এ বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৪২ জনের। আর এই সেপ্টেম্বরে শনাক্ত হলেন ৩২ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন।
এবার শনাক্তকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে হবিগঞ্জের ৭৫, সুনামগঞ্জের ১৯, মৌলভীবাজারের ২০ ও সিলেট জেলার ২৮ জন। এবার এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত