অবশেষে অপেক্ষার অবসান! নতুন আইফোন এবং আরও অনেক নতুন পণ্য নিয়ে আসছে অ্যাপল। ৯ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত এই ইভেন্ট। এই ইভেন্টকে কেন্দ্র করে টেক দুনিয়ায় উত্তেজনা এখন তুঙ্গে, কারণ নতুন আইফোন ১৭ সিরিজের পাশাপাশি আসছে অ্যাপল ওয়াচের নতুন মডেল এবং এয়ারপডস প্রো ৩।
যা যা থাকছে এবারের ইভেন্টে
অ্যাপলের এই ইভেন্টটি ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। এটি অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে। Awe Dropping ট্যাগলাইনটি থেকে বোঝা যায়, অ্যাপল এবার তাদের পণ্যে কিছু চমকে দেওয়ার মতো পরিবর্তন আনছে। চলুন জেনে নিই, কী কী আসছে এবার:
অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন
এবারের ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে আইফোন ১৭ এয়ার। এটি অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে, যার পুরুত্ব মাত্র ৫.৫ মিলিমিটার। এর সাথে থাকছে ৬.৬ ইঞ্চির প্রোমোশন ডিসপ্লে এবং ডাইনামিক আইল্যান্ড প্রযুক্তি। তবে পাতলা ডিজাইনের কারণে এর ক্যামেরা সিস্টেমে কিছুটা আপস করা হয়েছে। এতে থাকবে একটি মাত্র ৪৮-মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা।
আইফোন ১৭ এয়ার-এ থাকবে নতুন এ১৯ প্রসেসর, ইন-হাউস ওয়াইফাই চিপ এবং সি১ মডেম। এটি শুধু ই-সিমের ওপর নির্ভরশীল হবে। অর্থাৎ কোনো ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকবে না। এর দাম শুরু হতে পারে ৯০০ ডলার থেকে।
আইফোন ১৭ বা বেস মডেলে বড়সড় ডিজাইনের পরিবর্তন না এলেও এতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে প্রোমোশন ১২০হর্জ ডিসপ্লে। এর স্ক্রিন ৬.৩ ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, যা আইফোন ১৭ প্রো’র সমান। এতেও এ১৯ প্রসেসর থাকবে এবং ৪৮-মেগাপিক্সেল ও ১২-মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এর দাম শুরু হতে পারে ৮০০ ডলার থেকে।
আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলগুলোতে এবার বড় পরিবর্তন আসছে। এতে অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হচ্ছে, যা টাইটানিয়ামের চেয়ে হালকা হবে এবং তাপ নিষ্কাশনে সাহায্য করবে। পেছনের ক্যামেরার ডিজাইনও পুরোপুরি নতুনভাবে সাজানো হয়েছে, যা ডিভাইসের ওপরের পুরো অংশ জুড়ে থাকবে। এতে নতুন এ১৯ প্রো প্রসেসর এবং একটি ৪৮-মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। এর দাম যথাক্রমে ১,০৯৯ এবং ১,১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।
এয়ার পডস প্রো থ্রি, এই ইয়ারবাডগুলোতে প্রথমবারের মতো স্বাস্থ্য-সংক্রান্ত ফিচার, যেমন হার্ট রেট মনিটরিং যোগ করা হতে পারে। এতে আরও থাকছে রিয়েল-টাইম ট্রান্সলেশন এবং আপগ্রেডেড এইচ থ্রি চিপ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/নাজমুল