বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মবর্ণনির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। পূজা ঘিরে যে কোনো ধরনের হীন উদ্দেশ্য ব্যর্থ করে দিতে হবে। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বিবৃতিতে আরও বলেন, কখনো কখনো স্বার্থান্বেষী মহল সুদূরপ্রসারী চক্রান্তের মাধ্যমে জাতির ভিতরে সাম্প্রদায়িক বিভাজনের রেখা টেনে অরাজক পরিস্থিতি তৈরি করে। তারা অবিশ্বাস এবং আস্থার বিষাক্ত বীজ বপন করে অসৎ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি নেতা-কর্মীসহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ হতে পারে। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার কথাও বলেন তিনি।