রাজধানীর চার অভিজাত আবাসিক এলাকা—গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের সই করা ওই অফিস আদেশে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হলো। সিদ্ধান্তটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এর আগে, ঢাকায় নীরব এলাকা হিসেবে ঘোষিত হয়—হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশ (উত্তর ও দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার এলাকা), সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন এলাকা ও প্রধান উপদেষ্টার কার্যালয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী, আবাসিক এলাকায় দিনের সর্বোচ্চ শব্দসীমা ৫৫ ডেসিবেল এবং রাতের ৪৫ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল ও শিল্প এলাকায় দিনে ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২১ সালের নির্দেশিকা অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের আদর্শ মান দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল হওয়া উচিত। সংস্থাটি জানায়, অতিরিক্ত শব্দ হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।
বিডি প্রতিদিন/আশিক