দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৬৩৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
নতুন নির্ধারিত দাম
- ২২ ক্যারেট (হলমার্ককৃত) প্রতি ভরি: ১,৮৯,৬২২ টাকা (বৃদ্ধি ৩৬৩৪ টাকা)
- ২১ ক্যারেট প্রতি ভরি: ১,৮১,০০২ টাকা (বৃদ্ধি ৩৪৯৮ টাকা)
- ১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৫৫,১৪২ টাকা (বৃদ্ধি ২৯৯৭ টাকা)
- সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১,২৮,৭০০ টাকা (বৃদ্ধি ৫২০৮ টাকা)
প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম
- ২২ ক্যারেট (হলমার্ককৃত): ১৬২৫৭ টাকা
- ২১ ক্যারেট (হলমার্ককৃত): ১৫৫১৮ টাকা
- ১৮ ক্যারেট (হলমার্ককৃত): ১৩৩০১ টাকা
- সনাতন পদ্ধতি: ১১০৩৪ টাকা
- প্রতি গ্রাম রুপার দাম
- ২২ ক্যারেট (হলমার্ককৃত): ২৯৮ টাকা
- ২১ ক্যারেট (হলমার্ককৃত): ২৮৪ টাকা
- ১৮ ক্যারেট (হলমার্ককৃত): ২৪৪ টাকা
- সনাতন পদ্ধতি: ১৮৩ টাকা
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক