বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যত উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুতহারে কমছে। জাতিসংঘের জ্বালানিসম্পদ পর্যবেক্ষণবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের স্থলভাগে বর্তমানে ১৫ হাজার জ্বালানি তেল ও গ্যাসের খনি রয়েছে। বছরের পর বছর এসব খনি থেকে জ্বালানিসম্পদ উত্তোলনের ফলে ৯০ ভাগের মজুত দ্রুতহারে কমছে। অদূর ভবিষ্যতে এসব খনির মজুত পুরোপুরি শেষ হয়ে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মজুত কমতে থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল এবং ১৮ থেকে ২৭ হাজার কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।
আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বিবৃতিতে বলেন, ‘বিশ্ব এখনো অনেকাংশে তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীল। বিশ্বের স্থলভাগের খনিগুলোর মজুত যদি এভাবে ফুরিয়ে যেতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেবে। কারণ সমুদ্রের তলদেশে তেল ও গ্যাসের খনি অনুসন্ধান বেশ সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ। আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও বিশ্ব এখন পর্যন্ত কাক্সিক্ষত পর্যায়ে যেতে পারেনি। এ পরিস্থিতি উত্তরণে প্রয়োজন বিনিয়োগ। কোম্পানিগুলো যদি স্থলভাগে নতুন খনি অনুসন্ধানে বিনিয়োগ না বাড়ায়, তাহলে আসন্ন সংকট এড়ানো খুবই চ্যালেঞ্জিং হবে।’