নীলফামারীর জলঢাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল দুপুরে উপজেলার গোলমুণ্ডা বাজারের সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিন ও হোটেল ব্যবসায়ী কাজলকে এ জরিমানা করা হয়। ভোক্তার সহকারী পরিচালক সামসুল আলম ও নিরাপদ খাদ্য অধিকারের জেলা কর্মকর্তা অভিযানের নেতৃত্ব দেন। এ সময় সারের দোকানে মূল্য তালিকা না টাঙানোয় ৫ হাজার ও খাবারে হাইড্রোজ মেশানোয় হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে তাদের রসিদ দেওয়া হয়। ভোক্তার সহকারী পরিচালক সামসুল আলম জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভোক্তার অধিকার ক্ষুণ্ন হলে যথাযথ প্রমাণ রেখে অভিযোগ করার জন্যে তিনি সবাইকে উৎসাহিত করেছেন।