চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় পলাশ কর্মকার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল দুপুরে দায়রা জজ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ কর্মকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়ার প্রভাতের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের মার্চে সদর উপজেলার বড়িয়াপাড়ায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশ কর্মকারকে আটক করা হয়।