এশিয়া কাপে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে তারা। তানজিদ তামিম দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন সাইফ হাসান।
মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে বাংলাদেশ দল একাদশে এনেছে বড় পরিবর্তন চারটি।
দলের ব্যাটিং শক্তি বাড়াতে ওপেনার পারভেজ ইমনকে বাদ দিয়ে একাদশে নেয়া হয়েছে সাইফ হাসানকে। বোলিং আক্রমণে শরিফুল ইসলামের জায়গায় এসেছেন তাসকিন আহমেদকে এনে। স্পিন বিভাগেও পরিবর্তন এসেছে শেখ মাহেদীর পরিবর্তে খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আর তানজিম সাকিবের জায়গায় একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ অটল, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজহমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গজনফার, ফজলহক ফারুকি।
বিডি প্রতিদিন/নাজিম