নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সংগঠন “স্বরূপ সাংস্কৃতিক সংগঠন”-এর নেত্রীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনের সভানেত্রী আমিনা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল সুমাইয়া মাফি ও সুমাইয়া নাভাসের নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
দাবির মধ্যে রয়েছে- নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ রুম ও কমনরুম, ক্যাফেটেরিয়ায় পৃথক বসার ব্যবস্থা, পরিবহনে আলাদা সিট ও বিশেষ বাস বরাদ্দ, যৌন হয়রানি রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ঘোষণা।
এছাড়া হলের রিডিং রুমের ধারণক্ষমতা বৃদ্ধি, মানসম্মত খাবার সরবরাহ, পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধান, পরীক্ষার এডমিট কার্ডে ছবি প্রকাশ না করা, পোশাক বৈষম্য রোধে কোডিং সিস্টেম চালু, মাতৃত্বকালীন সময়ে বিশেষ সুবিধা, ব্রেস্টফিডিং কর্নার, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতিটি ভবনে স্যানিটারি ন্যাপকিন মেশিন স্থাপন এবং লাইব্রেরি ও অনলাইন সেবা আধুনিকায়নের পদক্ষেপ নিতে হবে।
নেত্রীরা মনে করেন, এসব দাবি বাস্তবায়িত হলে নারী শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম হবেন এবং বিশ্ববিদ্যালয় আরও মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গনে পরিণত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ