কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, চান্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জারিফ (২) ও সোহাগ হোসেনের মেয়ে নাবিলা (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের চাচা সাকিব বলেন, সকালে জারিফ ও নাবিলাকে উঠানে খেলতে দেখেছি। কিছুক্ষণ পরেই তাদের না দেখে খুঁজতে বের হই। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন