বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় একটি সুন্দর দেশ গড়ার পরিপূর্ণ রোডম্যাপ রয়েছে। তাই তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। মানুষকে বোঝাতে হবে, তাদের মন জয় করতে হবে। সোমবার বিকালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় খাইয়াখাইড় নতুন বাজার ধীতপুর মক্রম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।