যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক আদালত ছয় বছরের ছাত্রের গুলিতে আহত সাবেক শিক্ষক অ্যাবি জর্নারকে ১ কোটি ডলার (১০ মিলিয়ন) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিচারক তার দায়ের করা মামলায় এই রায় দেন।
২০২৩ সালের জানুয়ারিতে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছয় বছরের এক ছাত্র তার ওপর গুলি চালায়। গুলি তার হৃদপিণ্ডে লাগার আগে সামান্য ভিন্ন পথে চলে যায়। ফলে প্রাণে বেঁচে যান জর্নার।
এরপর তাকে হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসা নিতে হয় এবং ছয়টি অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে তার বাঁ হাত পুরোপুরি ব্যবহারযোগ্য নয়। জর্নার অভিযোগ করেছিলেন, গুলির ঘটনার আগে বারবার সতর্ক করা সত্ত্বেও স্কুলের সহপ্রধান এবোনি পার্কার কোনো পদক্ষেপ নেননি। এ কারণে তিনি ৪ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন। আদালত তার পক্ষে রায় দিয়ে বলেন, স্কুলে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
জর্নারের আইনজীবী ডায়ান টসকানো বলেন, এই রায় প্রমাণ করে যে স্কুলে এমন অবহেলা সহ্য করা হবে না। তিনি জুরিদের উদ্দেশে বলেন, কে ভেবেছিল ছয় বছরের একটি শিশু স্কুলে বন্দুক এনে তার শিক্ষককে গুলি করবে? কিন্তু পার্কারের দায়িত্ব ছিল এ ধরনের আশঙ্কা গুরুত্ব সহকারে দেখা ও তদন্ত করা।
গুলিবর্ষণকারী শিশুর বিরুদ্ধে মামলা হয়নি। তবে তার মা অস্ত্র অবহেলা ও শিশুকে অবহেলা করার অভিযোগে চার বছরের কারাদণ্ড পেয়েছেন। শিশুটি জানিয়েছিল, সে ড্রয়ারের ওপরে রাখা মায়ের ব্যাগ থেকে বন্দুকটি পেয়েছিল।
বন্দুক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠন নিউটাউন অ্যাকশন অ্যালায়েন্স বলেছে, এই ঘটনা যুক্তরাষ্ট্রে শিশুদের হাতে সহজে বন্দুক পৌঁছানোর বিপজ্জনক বাস্তবতা তুলে ধরেছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, দেশে স্কুলে গুলির ৭৬ শতাংশ ঘটনায় হামলাকারীরা পরিবারের সদস্যদের কাছ থেকেই বন্দুক পেয়েছিল।
বর্তমানে অ্যাবি জর্নার শিক্ষকতা ছাড়ছেন এবং নতুন পেশা হিসেবে কসমেটোলজিস্ট (সৌন্দর্যচর্চা বিশেষজ্ঞ) হিসেবে কাজ করছেন। গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১০ বছরের কম বয়সী শিশুদের হাতে বন্দুক দিয়ে স্কুলে গুলি চালানোর ঘটনা এখন পর্যন্ত মাত্র ১৫ বার ঘটেছে, যা অত্যন্ত বিরল।
বিডিপ্রতিদিন/কবিরুল